আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী
ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।
কিন্তু বিপিএল শুরুর মাত্র ২৪ ঘন্টা আগেই এসেছিল বড় দুঃসংবাদ। গতকাল সকালে চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ বিসিবিকে চিঠি লেখে দল চালাতে অপারগতা প্রকাশ করে। যদিও দ্রুতই বিসিবি নিজ কাঁধে তুলে নিয়েছে চট্টগ্রামের দায়িত্ব। তবে, এতে টুনামেন্ট নিয়ে ভিন্ন বার্তা গেছে বিদেশিদের কাছে।
সেসব নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান মনে করেন, ফ্র্যাঞ্চিইজিদের আরও পেশাদার হওয়া উচিত, আরও দায়িত্ব নেওয়া উচিত। এমন কিছু করা উচিত না, যাতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। রাইডার্সদের কাপ্তান মনে করেন, সবার আগে দেশ নিয়ে চিন্তা করা উচিত।
সোহান বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমার মূল কাজ মাঠে পারফর্ম করা। আমার কাছে মনে হয় যে, দলগুলোর আরও দায়িত্ব বেশি থাকা উচিত। কারণ এটা একটা বিশ্বব্যাপী পরিচিত প্রতিযোগিতা যেটা সবাই অনুসরণ করছে। তাই এমন কিছু আসলে আমাদের করা উচিত না যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। সবার আগে আমার কাছে মনে হয় বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা করা উচিত।’
সোহানের দল রংপুর রাইডার্স টুর্নামেন্টের অন্যতম পুরোনো ফ্র্যাঞ্চাইজি। বেশ পেশাদারও তারা। চলমান আসরে একমাত্র ফ্র্যাঞ্চাইজি হিসেবে দেশি ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে।
নিজ দলের পেশাদারত্বের উদাহরণ টেনে সোহান বলেন, ‘আমাদের দলীয় ব্যবস্থাপনা বা মালিকপক্ষ যারা, তাদের যে আবেগ ক্রিকেটের প্রতি, তা আমার কাছে মনে হয় অসাধারণ এবং অবশ্যই তাদের ধন্যবাদ জানাতে চাই। একই সাথে আমি আশা করব যে, এরকম ছয়টা দল এবং পেশাদার দল যদি আমাদের বিপিএলে আসে, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেটারদের অনেক বেশি উন্নতি করার সুযোগ থাকত এবং পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট অনেক দূর যেতে পারত।’
এবারের আসর আয়োজন করা বোর্ডের জন্য বড় চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে সোহান ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি মনে করেন, প্রতিকূল পরিস্থিতির মাঝেও বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। তার মতে, এবার প্রতিটি দলই বেশ ভারসাম্যপূর্ণ এবং মাঠের লড়াই শুরু হলে দর্শকরা একটি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট উপভোগ করবেন।


