বুধবার (৫ নভেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এই সুপারিশ সম্পর্কে অবহিত করেন।
প্রেস সচিব জানান, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এখন থেকে এয়ার ফোর্সের সব প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালিত হবে—এটিই তদন্ত কমিটির প্রধান সুপারিশ।
তিনি আরও বলেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট (বিএনবিসি)-এর আওতায় একটি নির্দিষ্ট ভবনের অনুমোদন ছিল না। নিয়ম অনুযায়ী ভবনটিতে যেখানে ন্যূনতম তিনটি সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে মাঝ বরাবর মাত্র একটি সিঁড়ি ছিল।
প্রতিবেদনে আরেকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। প্রেস সচিব উল্লেখ করেন, বরিশাল এবং বগুড়ার বিদ্যমান রানওয়ে যাতে জরুরি ভিত্তিতে সম্প্রসারিত করা হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।


