বুধবার (৫ নভেম্বর) মনোনয়ন পাবার পর তাঁর নিজ এলাকা চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে দুপুরের পর এসে পৌঁছলে তাকে স্বাগত জানিয়ে স্লোগানে বরণ করে নেন দলটির নেতাকর্মীসহ সর্বস্তরের এলাকাবাসী।
প্রথমে তিনি চট্টগ্রামের শহর থেকে ফটিকছড়ি প্রবেশদ্বার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় এসে পৌঁছলে নেতা-কর্মীসহ হাজার হাজার এলাকাবাসী তাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল যোগে তার গ্রামের বাড়িতে নিয়ে যান। এরপর তিনি সেখানে তার মরহুম পিতা নুর আহমদ ইঞ্জিনিয়ার ও তার সহর্ধমীণীর কবর জিয়ারত করেন।
জিয়ারত শেষে গ্রামের বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় করেন সরওয়ার আলমগীর। মতবিনিময়ে তাকে মনোনয়ন দেয়ায় দলটির চেয়ারপারস্যান বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ এবং ফটিকছড়িবাসীর প্রতি চিরকৃতজ্ঞ জানান।
ডিজিটাল ফটিকছড়ি বিনির্মানে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চান এবং সাংবাদিকসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। এরপর তিনি মাইজভান্ডারে গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি, গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির রওজাসহ অন্যানো রওজা জিয়ারত করেন।
তিনি বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির শাহ আল্লামা মহিবুল্লাহ বাবুনগীরর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ফটিকছড়ি সদর বিবিরহাট দলীয় অফিসে নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত হন। এরপর তিনি গাড়ি বহরে উত্তর ফটিকছড়ি ভুজপুর, নারায়ণহাট, দাঁতমারা, বাগানবাজারে নেতাকর্মীসহ সাধারন মানুষের নিকট যান।
সেখানে তাদের উদ্দেশ্য বক্তব্য দেন এবং হাজার হাজার মানুষের ভালবাসায় সিক্ত হন । এ সময় ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফরিদুল আলম (বি.এ), মুনসুর আলম চৌধুরী, নাছির উদ্দীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


