শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫
28 C
Dhaka
Homeখেলাসিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ

সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ

প্রকাশ: নভেম্বর ৭, ২০২৫ ৭:০৭

ব্যাটিং ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশের। কি জাতীয় দল আর কি বয়সভিত্তিক দল- সব জায়গার চিত্র যেন একই। আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টানা দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। উল্টো সিরিজ হারের ভয় চেপে বসেছে টাইগার যুবকদের ওপর।

আজ শুক্রবার (৭ নভেম্বর) রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২৫৮ রান তুলে আফগানিস্তান। জবাব দিতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১১রান তুলেছে বাংলাদেশ। ৪৭ হারে হেরে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ।

মাঝারি রান তাড়ায় নেমে শুরুতেই ধ্বংস্তূপে পরিণত হয় বাংলাদেশ। ৪০ রান তুলতেই হারায় ৬ উইকেট। একের পর যাওয়া-আসার মিছিল লম্বা করেন ব্যাটাররা। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে কেবল দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন দুজন। ৯ বলে ১০ রান করেন রিফাত বেগ আর ৬ বলে ১০ রান করেন জাওয়াদ আবরার।

সেই ধ্বংস্তূপের ওপর দাঁড়িয়ে আশার বীজবপণ করেছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ ও দেবাশীষ সরকার দেবা। বেশ খানিকটা সময় লড়াই করে হাফসেঞ্চুরি তুলে ফেরেন দেবাশীষ। ৬১ বলে ৫১ রান করে তিনি আউট হলে ভাঙে ৯৮ রানের জুটি।

এরপরও অবশ্য এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে গেছেন আব্দুল্লাহ। একদম শেষ ওভারে আউট হওয়ার ১৬০ বলে করেছেন ৯৫ রান। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২১১ রান তুলে থামে বাংলাদেশ।

আফগানদের হয়ে ৪ উইকেট নেন আবদুল আজিজ খান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে আফগান ব্যাটাররাও ভালো করতে পারেননি। সফরকারীদের টেনে নিয়ে গেছেন দুজন। সেঞ্চুরি করে আড়াইশ ছাড়ানো সংগ্রহ দাঁড় করাতে ভূমিকা রাখেন ফয়সাল শিনোজাদা। ১১৬ বলে ১১২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। এর বাইরে ১০০ বলে ৭২ রানের ইনিংস খেলেন উজাইরউল্লাহ নিজারাই। এই দুজন বাদে বাকিরা কেউ ২০ রানও করতে পারেননি।

বাংলাদেশের হয়ে ৫১ রান খরচায় ৬ উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন। দুটি উইকেট নেন সাদ ইসলাম। স্বাধীন ইসলামের ঝুলিতে গেছে একটি উইকেট।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর