শনিবার, নভেম্বর ৮, ২০২৫
শনিবার, নভেম্বর ৮, ২০২৫
29 C
Dhaka
Homeআন্তর্জাতিকবাংলাদেশি নাবিলা হলেন যুক্তরাষ্ট্রে পারিবারিক আদালতের বিচারক 

বাংলাদেশি নাবিলা হলেন যুক্তরাষ্ট্রে পারিবারিক আদালতের বিচারক 

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৫ ৮:৩৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের রকল্যান্ড কাউন্টির পারিবারিক আদালতের বিচারক নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা ম্যাকলিওড। তিনি রকল্যান্ড কাউন্টির পারিবারিক আদালতের প্রথম মুসলিম বিচারক।বাংলাদেশের ঢাকা জেলার দোহারের চৌধুরী বাড়ির মেয়ে নাবিলা। তার বাবা বীর মুক্তিযোদ্ধা রসুল আশরাফ এবং নাবিলার চাচা বাংলাদেশের প্রখ্যাত ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী।

১৯৭৯ সালে নাবিলার পরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। দেশটির ইলিনয়ে নাবিলা জন্মগ্রহণ করেন তিনি। এরপর বাংলাদেশি হাই স্কুলে পড়াশুনা শেষ করেন নাবিলা। তবে ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রে আবারও ফিরে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং একজন নির্বাহী সহকারী জেলা অ্যাটর্নি হিসেবে কাজ শুরু করেন নাবিলা।

তার ১৮ বছরেরও বেশি সময় ধরে আইন পেশায় অভিজ্ঞতা রয়েছে। নাবিলা একজন ন্যায্য ও নিরপেক্ষ বিচারক হিসেবে নিবেদিতপ্রাণ, সহানুভূতি, বোধগম্যতা এবং রকল্যান্ড কাউন্টির পরিবার ও শিশুদের জন্য সবচেয়ে ভালো কী তার উপর মনোযোগ দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর