মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে হামজা চৌধুরী রবি আজিয়াটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত ও সাংবাদিক, যারা
লেস্টার সিটির এই তারকার সঙ্গে সাক্ষাৎ করতে উদগ্রীব ছিলেন। ভক্তদের ভিড় ও উৎসাহের মধ্যেও হামজার মুখে হাসি ও নম্রতা ছিল স্পষ্ট।
হামজা বলেন, আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এটাই আমাকে বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়। তার পরিবারও বাংলাদেশের প্রতি ভালবাসায় অনুপ্রাণিত। তার বাচ্চারা দেশে ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করে।
বাংলাদেশ জাতীয় দলের ‘নম্বর এইট’ পজিশনে খেলেন হামজা। চলতি বছর ২৫ মার্চ ভারতের শিলংয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেকের পর থেকে দেশের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। তার আগমনে দেশের ফুটবলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যা টিকিট বিক্রির গতি থেকেও স্পষ্ট একটি ম্যাচের সাধারণ গ্যালারির ১৮,৩০০ টিকিট মাত্র তিন মিনিটেই বিক্রি হয়ে গিয়েছিল।
আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের জাতীয় দল নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে এবং ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে খেলতে হবে। উভয় ম্যাচই রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
হামজা তার লক্ষ্য স্পষ্টভাবে জানিয়েছেন, প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে। আমি দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই। তার এই উদ্যম ও আন্তরিকতা বাংলাদেশ ফুটবলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


