বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
21 C
Dhaka
Homeখেলাএবার বিপিএলে খেলোয়াড় কিনতে হবে যেসব নিয়ম মেনে

এবার বিপিএলে খেলোয়াড় কিনতে হবে যেসব নিয়ম মেনে

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৫ ২:৩৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে দল গঠনের নিয়মে এসেছে বড় পরিবর্তন। আগের আসরগুলোর মতো এবারও প্লেয়ার ড্রাফটের পরিকল্পনা থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম। আগামী ১৭ নভেম্বর হওয়ার কথা থাকলেও নিলামের তারিখ পিছিয়ে ২১ নভেম্বর নির্ধারণ করা হচ্ছে।

খেলোয়াড় কেনাবেচার নিয়মঃ-

  • নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে ১৩ জন দেশি ও অন্তত ২ জন বিদেশি ক্রিকেটার কিনতে হবে।
  • দেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ খরচের সীমা নির্ধারিত হয়েছে সাড়ে ৪ কোটি টাকা।
  • বিদেশি ক্রিকেটারদের জন্য খরচের সীমা রাখা হয়েছে সাড়ে ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা)।
  • প্রতিটি দল নিলামের আগে ২ জন দেশি ও ২ জন বিদেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নিতে পারবে।

খেলোয়াড়দের ক্যাটাগরি ও ভিত্তিমূল্যঃ-

স্থানীয় খেলোয়াড়দের রাখা হয়েছে ৬টি ক্যাটাগরিতে, যেখানে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। প্রতি ডাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা করে বাড়ানো যাবে। বিদেশি খেলোয়াড়দের জন্য থাকছে ৫টি ক্যাটাগরি সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ হাজার ডলার, প্রতি ডাকে বাড়ানো যাবে সর্বোচ্চ ৫ হাজার ডলার।

স্কোয়াড গঠন ও একাদশে বিদেশি কোটাঃ-

  • একটি দল সর্বোচ্চ ১৬ জন দেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করতে পারবে।
  • রিজার্ভসহ ২২ সদস্যের স্কোয়াড রাখতে পারবে প্রতিটি দল।
  • ম্যাচে কমপক্ষে ২ জন ও সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় একাদশে রাখা যাবে।

পারিশ্রমিক প্রদানের নতুন নিয়মঃ-

  • খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে এবার কঠোর অবস্থানে রয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
  • চুক্তির সময়ই ২৫% পারিশ্রমিক দিতে হবে।
  • লিগ পর্ব শেষের আগে আরও ৫৫%,
  • আর টুর্নামেন্ট শেষে এক মাসের মধ্যে বাকি ২৫% পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।
  • প্রতিটি ফ্র্যাঞ্চাইজি থেকে ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি, ফলে সেই অর্থের মধ্যেই দল সাজাতে হবে তাদের।

সব মিলিয়ে, বিপিএলের এবারের নিলাম হতে যাচ্ছে আরও প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ এক আয়োজন, যেখানে দলগুলোর পরিকল্পনা ও কৌশলই নির্ধারণ করবে তাদের ভাগ্য।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর