মঙ্গলবার (১৮ নভেম্বর) ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন মুখপাত্র।
তিনি জানান, বিসিসিআই চিঠির মাধ্যমে সিরিজটি পরবর্তী সময়ে আয়োজনের প্রস্তাব দিয়েছে। তবে স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি ভারতীয় বোর্ড।
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের অনিশ্চয়তা সিরিজ স্থগিত হওয়ার সম্ভাব্য প্রধান কারণ। সম্প্রতি বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ সিরিজের জন্য এখনও সরকারের ছাড়পত্র মেলেনি।
এর আগেও একই কারণে গত আগস্টে বাংলাদেশে আসার কথা থাকা ভারতীয় পুরুষ দলের সিরিজটি ১৩ মাস পিছিয়ে দেওয়া হয়েছিল।
সিরিজটি স্থগিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হবে নিগার সুলতানা জ্যোতিদের দল। কারণ চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বিশ্বকাপ বাছাই ও বিশ্বকাপ ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী দল। বছরে ম্যাচের সংখ্যা কম হওয়ায় এই সিরিজটি টাইগ্রেসদের জন্য ছিল গুরুত্বপূর্ণ।
বিসিবি বলছে, নতুন সময়সূচি সম্পর্কে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।


