বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
22 C
Dhaka
Homeস্বাস্থ্যনারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজ স্থগিত করল ভারত

নারী ক্রিকেট দলের বিপক্ষে সিরিজ স্থগিত করল ভারত

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৫ ৯:১৮

বাংলাদেশ নারী ক্রিকেট দলের আগামী মাসের ভারত সফর স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে গঠিত এই সাদা বলের সিরিজটি ছিল আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)-এর অংশ। সিরিজটি কলকাতা ও কাটকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন মুখপাত্র। তিনি জানান, বিসিসিআই চিঠির মাধ্যমে সিরিজটি পরবর্তী সময়ে আয়োজনের প্রস্তাব দিয়েছে। তবে স্থগিতের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি ভারতীয় বোর্ড।

ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের অনিশ্চয়তা সিরিজ স্থগিত হওয়ার সম্ভাব্য প্রধান কারণ। সম্প্রতি বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ সিরিজের জন্য এখনও সরকারের ছাড়পত্র মেলেনি।

এর আগেও একই কারণে গত আগস্টে বাংলাদেশে আসার কথা থাকা ভারতীয় পুরুষ দলের সিরিজটি ১৩ মাস পিছিয়ে দেওয়া হয়েছিল।

সিরিজটি স্থগিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হবে নিগার সুলতানা জ্যোতিদের দল। কারণ চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর বিশ্বকাপ বাছাই ও বিশ্বকাপ ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী দল। বছরে ম্যাচের সংখ্যা কম হওয়ায় এই সিরিজটি টাইগ্রেসদের জন্য ছিল গুরুত্বপূর্ণ।

বিসিবি বলছে, নতুন সময়সূচি সম্পর্কে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর