মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
26 C
Dhaka
Homeজেলার খবরশ্রমিক পরিবহনকারি চলন্ত বাসে আগুন

শ্রমিক পরিবহনকারি চলন্ত বাসে আগুন

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৫ ৯:২৮

আশুলিয়ায় চলন্ত শ্রমিক পরিবহনকারি একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের উত্তর গাজীরচট এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, আগুনে বাসটির পেছনের আসনগুলো সম্পূর্ণ পুড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পান চালক।

বাসের মালিক মো. সেলিম গণমাধ্যমকে বলেন, আমাদের গাড়ি ডিইপিজেড এলাকায় শ্রমিক আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয়। বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে শ্রমিক নেওয়ার জন্য ডিইপিজেডে যাচ্ছিল। এ সময় আশুলিয়া থানা এলাকা পার হলে হঠাৎ বাসের পেছনে আগুন দেখে ড্রাইভার। পরে আমাকে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোহাম্মদ মোস্তাফিজ বলেন, সাড়ে ৪টার দিকে উত্তর গাজীরচট এলাকায় চলন্ত বাসে আগুনের খবর আসে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর