বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
22 C
Dhaka
Homeস্বাস্থ্যহাসপাতালে ভর্তি ৯২০ জন,মৃত্যু ৪

হাসপাতালে ভর্তি ৯২০ জন,মৃত্যু ৪

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৫ ৮:০০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালে। এ জেলায় নতুন করে ১৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৩৬৩ জন, ঢাকা বিভাগে ১৪৭ জন (সিটি করপোরেশন বাদে), চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জ, রংপুর বিভাগে ২ এবং সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৯২৪ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর