বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫
23 C
Dhaka
Homeজেলার খবরজমকালো আয়োজনে উদ্বোধন হলো ফটিকছড়ি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়

জমকালো আয়োজনে উদ্বোধন হলো ফটিকছড়ি প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৫ ৮:১৩

অনাড়ম্বর কিন্তু মর্যাদাপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের সংগঠন ফটিকছড়ি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের মিনা ভবনের তৃতীয় তলায় ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।এই উদ্বোধনের মাধ্যমে ফটিকছড়ির স্থানীয় সাংবাদিকতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

প্রেস ক্লাব সভাপতি এস. এম. মোরশেদ মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।
সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম ও ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ।

এতে স্বাগত বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী, লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, বিএনপি নেতা আজিজ উল্লাহ, প্রেসক্লাব সিনিয়র সহ- সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সহ- সভাপতি মোঃ এমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন,সহ-সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহান, কোষাধ্যক্ষ মো. আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, সাংস্কৃতিক সম্পাদক সজল চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মোস্তফা কামরুল, পাঠাগার সম্পাদক মোঃ নাজিম উদ্দীন শাহনেওয়াজ, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী, স্থায়ী সদস্য মো. রফিকুল আলম চৌধুরী, স্থায়ী সদস্য মো. কাউসার সিকদার, স্থায়ী সদস্য মো. জোনায়েদ, অস্থায়ী সদস্য মো. ফজলুল করিম, মো. আব্দুল কাদের চৌধুরী, সহযোগী সদস্য মোহাম্মদ তারেক ও মো. রায়হান প্রমুখ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর