আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম বন্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা থেকে চট্টগ্রাম শহরমুখী প্রাইভেটকারটি দ্রুত বেগে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে ছিটকে পড়ে যায়। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে থাকা মো. শফিক নামে এক যুবক নিহত হন। এছাড়া প্রাইভেটকারে থাকা চার যাত্রী এবং একজন পথচারীসহ মোট পাঁচজন গুরুতর আহত হন।
চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, প্রাইভেটকারটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সড়কের নিচে থাকা পথচারী মো. শফিক গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তিনি মারা যান। প্রাইভেটকারের যাত্রীদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের পরিচয় এখনও জানা যায়নি।
চট্টগ্রাম বন্দরের উপ-সহকারী পুলিশ কমিশনার (এডিসি) নাজিম উদ্দিন জানান, পতেঙ্গা থেকে লালখান বাজার আসার পথে এ দুর্ঘটনা ঘটেছে। দ্রুতবেগে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে চারজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে ও একজনকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সুস্থ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানায়, এর আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করার পর মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হন। চলতি মাসে আরও দুটি প্রাইভেটকার উল্টে ৮ জন আহত হয়েছেন। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হয় না। এছাড়া গতিসীমা না মেনে দ্রুতবেগে গাড়ি চালানোর কারণেই হতাহতের ঘটনা বাড়ছে বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা।


