বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
24 C
Dhaka
Homeরাজনীতিবর্তমান সরকারের অনেকেই অংশ নেবেন এবারের নির্বাচনে 

বর্তমান সরকারের অনেকেই অংশ নেবেন এবারের নির্বাচনে 

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৫ ৮:০১

অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি এ কথা বলেন।আসিফ মাহমুদ বলেন, ‘আমি নির্বাচনে অংশ নেব সে ঘোষণা দিয়েছি। ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত রয়েছেন এমন আরও অনেকেই নির্বাচন করবেন বলে জানতে পেরেছি।’

নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করব এবং তারপরেই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।

কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন–সাংবাদিকদের এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, ‘রাজনৈতিক এ বিষয়ে মন্তব্য না করাই ভালো।’

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর