বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫
24 C
Dhaka
Homeআন্তর্জাতিকবিশ্ব বিজ্ঞানীরা যা বললেন ভূমিকম্পের পূর্বাভাস নিয়ে

বিশ্ব বিজ্ঞানীরা যা বললেন ভূমিকম্পের পূর্বাভাস নিয়ে

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৫ ৮:১৭

মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও কম্পনগুলোর মাত্রা ছিল মৃদু-মাঝারি, তবুও সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী কম্পন অনুভূতহয়। এরপর বিভিন্ন সময়ে আরও অন্তত ছয়বার মৃদু ভূমিকম্প হয়েছে। সর্বশেষ কম্পনটি অনুভূত হয়েছে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সর্বশেষ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এটি তুলনামূলকভাবে স্বল্পমাত্রার কম্পন, যার কেন্দ্র ছিল নরসিংদীর ঘোড়াশাল।

এর আগে গত শুক্রবার যে ভূমিকম্প আঘাত হেনেছিল, তার উৎপত্তিস্থলও ছিল নরসিংদী অঞ্চল। পরদিন সকালে আরেকটি হালকা কম্পনের পর সন্ধ্যায় মাত্র এক মিনিটের ব্যবধানে দুইবার ভূকম্পন অনুভূত হয়—যার একটি ছিল বাড্ডা এলাকায়, অন্যটি নরসিংদীতে।

বারবার কম্পন অনুভূত হওয়ায় জনগণের মধ্যে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা বাড়ছে। পাশাপাশি অনেকেই জানতে চান—ভূমিকম্পের আগাম পূর্বাভাস কি আদৌ দেওয়া সম্ভব?

২০২৩ সালে ভারত ও পাকিস্তানে ভূমিকম্প নিয়ে বেশ আতঙ্ক তৈরি হয়েছিল। একই বছর তুরস্ক-সিরিয়া সীমান্তে ঘটে শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্প, যাতে প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়। ওই ঘটনার পর গুজব ছড়ায়—১৫ দিনের মধ্যেই ভারত-পাকিস্তানেও বড় ভূমিকম্প হবে।

তবে বিশেষজ্ঞরা তখনই স্পষ্ট করে দেন—ভূমিকম্প ঠিক কখন, কোথায়, কোন সময়ে ঘটবে—এ সম্পর্কে সুনির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। ইতিহাসে কোনো বিজ্ঞানী এমন নির্ভুল পূর্বাভাস দিতে পারেননি।

যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প প্রকৌশল বিশেষজ্ঞ প্রফেসর মাইকেল ব্রুনো বলেন, এ মুহূর্তে এমন কোনো বিজ্ঞান, জাদুবিদ্যা বা প্রযুক্তি নেই যা ভূমিকম্পের সঠিক সময় জানাতে পারে। বিজ্ঞানীদের সে ক্ষমতা নেই।

তিনি আরও যোগ করেন, ভূমিকম্প পূর্বাভাসের জন্য বিজ্ঞানীরা সব রকম পদ্ধতি প্রয়োগ করেছেন, কিন্তু কেউ নির্ভরযোগ্য ফল দিতে সক্ষম হননি।

একইভাবে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির ভূপদার্থবিদ প্রফেসর এগিল হোকসন বলেন, ভূমিকম্প কখন হবে তা নির্দিষ্ট করে বলা এখন পর্যন্ত অসম্ভব।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর