কক্সবাজারে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে ৮০ রানে অলআউট করে বাংলাদেশের বোলিং ঝড়। এরপর মাত্র ১৯.১ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান পুরো ২০ ওভার খেলেও মাত্র ৮০ রানে আট উইকেট হারায়। বোলিংয়ে হাবিবা বেগম ছিলেন চমকপ্রদ, চারটি উইকেট শিকার করে পাকিস্তানের ব্যাটসম্যানদের হারিয়ে দেন। পাকিস্তানের ওপেনার রাভাইল ফারহান সর্বোচ্চ ১৫ রান করেন, আর কোমাল খান ২৮ রান সংগ্রহ করেন।
লক্ষ্য তাড়ায় শুরুতে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেলে দলের পরিস্থিতি কিছুটা খারাপই ছিল। তবে সুবর্ণা ৩২ রান করে দলের ভিত মজবুত করেন। শেষ পর্যন্ত সাদিয়া আক্তার গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জেতায়, ১০ বলে ১৩ রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করেন।
বাংলাদেশের মেয়েদের এই জয় সিরিজে সমতা নিয়ে এসেছে এবং শেষ ম্যাচে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের অপেক্ষা রইল।


