চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার চারিয়ায় চাঁদের গাড়ির ধাক্কায় এক মোটর সাইকেল
আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।৬ ডিসেম্বর শনিবার (গত রাত) সাড়ে ১২টায় চারিয়া বুড়ি পুকুর এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
চাঁদের গাড়ীর ধাক্কায় নিহতের নাম মোঃ এমরান চৌধুরী (৪০) ও আহত মোঃ আরিফ (৩৮)।তাদের দুজনের বাড়ী হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নে।
জানা যায়, তারা ব্যবসায়িক কাজ সেরে হাটহাজারী থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে রওনা দিয়ে কিছুদুর আসলে, চট্টগ্রাম নাজিরহাট সড়কের চারিয়া বুড়ি পুকুর এলাকায় বিপরীত দিক থেকে আসা চাঁদের গাড়ি তাদের চাঁপা দিলেই ঘটনাস্থলেই এমরান চৌধুরী নামে এক বিএনপি নেতা নিহত হয়।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


