মঙ্গলবার (সকাল ৮টা) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের একটি রাস্তার পাশ থেকে লাশটি
উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাথাবিহীন লাশটি পড়ে থাকতে দেখে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা পর পরিচয় গোপন রাখতে মাথা কেটে নিয়ে যায়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
মরদেহের মাথা উদ্ধার এবং হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান মোহাম্মদ আলাউদ্দিন।


