বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
22 C
Dhaka
Homeজেলার খবররংপুরের ফুল বাজারে উৎসবের আমেজ, ক্রেতা শূন্যতায় বিক্রেতারা

রংপুরের ফুল বাজারে উৎসবের আমেজ, ক্রেতা শূন্যতায় বিক্রেতারা

প্রকাশ: ডিসেম্বর ১৬, ২০২৫ ২:২৫

১৬ই ডিসেম্বর বাঙালি জাতির মহান বিজয় দিবস। দিবসটি উদযাপনে সবাই ছুটবেন শহিদ মিনারে।

রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে শোভা পাবেগুচ্ছ গুচ্ছ ফুল। দেশের জন্য জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি ফুলেল শুভেচ্ছা জানাবেন সবাই। বীর সেনাদের শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ভরে যাবে প্রতিটি শহিদ বেদী।

ফুল বিক্রেতাদের কাছে রয়েছে সরকারি, আধা সরকারি, বেসরকারি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তির অগ্রিম অর্ডার। ইতোমধ্যে ফুল ব্যবসায়ীরা বিভিন্ন সাইজের ফুলের মালা তৈরি করছেন। নির্ধারিত সময়ের আগেই অর্ডার অনুযায়ী ফুল বুঝে দিতে দোকানে দোকানে চলছে মালা তৈরির উৎসব।

জানা যায়, প্রতি বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর ক্রিসমাস ডে, পহেলা জানুয়ারি ইংরেজি নববর্ষ, বসন্তবরণ উৎসব, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসসহ বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানকে টার্গেট করে ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর