১৫ ডিসেম্বর সোমবার সকাল ১১টার দিকে ফটিকছড়ি পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রকাশ্যে দেয়ালে চিকা লেখার সময় তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই ফটিকছড়ি উপজেলা পরিষদ মসজিদের দেয়াল এবং পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় দেয়ালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ’লীগের পক্ষে স্লোগান লিখছিলেন যুবলীগের এই কর্মীরা। এ সময় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাদের দেখতে পেয়ে আটক করে পুলিশে খবর দিলে, ফটিকছড়ি থানা পুলিশ পৌঁছে আটকদের থানা হেফাজতে নিয়ে যায়।
আটককৃতরা হলেন ফটিকছড়ি পৌরসভা যুবলীগের সদস্য ও ধুরুং এলাকার বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে মো. তারেক হোসেন (৪২), একই এলাকার সাইফুল ইসলামের ছেলে মো. আকরাম হোসেন (২৪), পৌরসভার ৬ নঙ ওয়ার্ডের বাসিন্দা মৃত মোয়াজ্জল আহম্মদের ছেলে মো. বেলাল উদ্দিন (৫৮)।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি মো. সেলিম বলেন, ‘দেয়াল লিখন ও জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মামলার প্রক্রিয়া চলছে।


