বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
15 C
Dhaka
Homeজীবনযাপনজয়েন্টে ব্যথা হলেই সেটি বাতের ব্যথা নয়

জয়েন্টে ব্যথা হলেই সেটি বাতের ব্যথা নয়

প্রকাশ: ডিসেম্বর ২৪, ২০২৫ ৫:০২

জয়েন্টের ব্যথা মানেই যে সবসময় বাত বা আর্থ্রাইটিস হবে, এমন ধারণা সবসময় সঠিক নয়।

স্কয়ার হাসপাতাল লিমিটেডের স্নায়ুরোগ বিভাগের ক্লিনিক্যাল স্টাফ ডা. হিমেল বিশ্বাসের মতে, আমাদেরদৈনন্দিন চলাফেরায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই অস্থিসন্ধির ব্যথার উৎস অনেক ক্ষেত্রে মাংসপেশি, টেন্ডন কিংবা জটিল স্নায়ুতন্ত্রও হতে পারে।

সাধারণত মানুষ জয়েন্টে ব্যথা অনুভব করলেই সেটিকে বাত হিসেবে ধরে নেন। যদিও বাতের প্রকারভেদে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিসে জয়েন্ট ফুলে যাওয়া বা লালচে ভাব হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যথার প্রকৃত কারণ থাকে ভিন্ন।

যেমন জয়েন্টের আশপাশের টেন্ডন বা বার্সাতে প্রদাহ হলে কিংবা অতিরিক্ত পরিশ্রম ও খেলার কারণে লিগামেন্টে টান লাগলেও তীব্র ব্যথা অনুভূত হতে পারে। তাই সব ব্যথাকে বাত ভেবে ভুল চিকিৎসা করা বিপজ্জনক হতে পারে।

অনেক সময় জয়েন্টের কাছাকাছি অনুভূত হওয়া ব্যথার মূল উৎস থাকে স্নায়ুতন্ত্র বা নিউরোলজিক্যাল সমস্যা। যখন মেরুদণ্ড থেকে বেরিয়ে আসা কোনো স্নায়ুতে চাপ পড়ে, তখন সেই ব্যথা হাত বা পায়ের জয়েন্ট পর্যন্ত ছড়িয়ে পড়ে, যাকে চিকিৎসাবিজ্ঞানে ‘রেফার্ড পেইন’ বলা হয়।

উদাহরণস্বরূপ, ঘাড়ের নার্ভে চাপের কারণে কাঁধ বা কনুইতে ব্যথা হতে পারে। আবার ডায়াবেটিসের কারণে হাত-পায়ের প্রান্তীয় স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে বা পেরিফেরাল নিউরোপ্যাথি দেখা দিলে জয়েন্টের আশপাশে জ্বালাপোড়া ও অসারতা তৈরি হয়।

এছাড়া ফাইব্রোমায়ালজিয়ার মতো স্নায়বিক রোগের কারণেও শরীরে দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, জয়েন্টের ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয়, সকালে বেশি অনুভূত হয় কিংবা ব্যথার সাথে ঝিনঝিন বা অসারতা থাকে, তবে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমেই কেবল বাত বা স্নায়বিক সমস্যার কার্যকর চিকিৎসা সম্ভব।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর