আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেনী-৩ আসনের প্রার্থীদের সঙ্গে বিশেষ আইনশৃংখলা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আনিছুর রহমান এ মন্তব্য করেন।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছে। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবে তারা আসলেই আমরা ভিসা দিয়ে দেব। দেশি অনেক পর্যবেক্ষক ও নির্বাচন পর্যবেক্ষণ করবে।
সকাল সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত তিনি ফেনীর জেলা প্রশাসকের কার্যালয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।