রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
22 C
Dhaka
Homeরাজনীতিপদত্যাগের হিড়িক পড়েছে নেতাকর্মীদের

পদত্যাগের হিড়িক পড়েছে নেতাকর্মীদের

প্রকাশ: জানুয়ারি ২৫, ২০২৪ ৭:৫৪

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে দলটির ঢাকা মহানগর উত্তরের ১০টি থানার ৬৭১ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই গণপদত্যাগের ঘোষণা দেন জাপার ঢাকা মহানগর উত্তরের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু।

নির্বাচনের পর দলের চেয়ারম্যান ও মহাসচিবের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য, নির্বাচনে প্রার্থীদের সহযোগিতা না করাসহ বিভিন্ন অভিযোগ এনে সেন্টুসহ জাপার পরাজিত প্রার্থী বিশেষ বৈঠক ডেকে বক্তব্য দেন।

এরপরই সেন্টুকে দল থেকে বহিষ্কার করে উত্তরের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জি এম কাদের। ইতোমধ্যে উত্তরের নতুন আহ্বায়ক কমিটিও দেওয়া হয়েছে। এর জেরে ৬৭১ জন নেতা দল থেকে পদত্যাগ করলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে তৃতীয়বারের মতো ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনের পর দলটির নেতাকর্মীদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। নেতাকর্মীদের অভিযোগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৫ আসনে প্রার্থী দিলেও প্রায় ২৩০ জন দলীয় প্রার্থীই নির্বাচনী প্রচারণায় খুব একটা সক্রিয় ছিলেন না।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর