শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeখেলামুস্তাফিজুরকে আর দেখা যাবে কি না এবারের বিপিএলে ?

মুস্তাফিজুরকে আর দেখা যাবে কি না এবারের বিপিএলে ?

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৮:২৯
প্রকাশ: ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৮:২৬

এবারের বিপিএলের বাকি আর মাত্র দশ ম্যাচ। শেষ কয়েক ম্যাচের ব্যস্ততা শুরুর আগে আজ বিপিএলে একদিনের বিরতি ছিল। আর সেই একদিনের বিরিতিতেই ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে মুস্তাফিজুর রহমান। হাসপাতালে ভর্তির পর মুস্তাফিজুরের পরীক্ষার পর তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করা হলেও এখনও তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে এবারের বিপিএলে মুস্তাফিজুরকে আর দেখা যাবে কি না?

সিটি স্ক্যানে অভ্যন্তরীণ কোনো সমস্যা না পাওয়া স্বস্তির খবর হলেও বাংলাদেশে ক্রিকেট বোর্ডের দুঃশ্চিন্তা এখনো যাচ্ছে না। বিসিবির মেডিকেল বিভাগের দুশ্চিন্তার মূল কারণ হলো তার কনকাশন জনিত সমস্যা দেখা দেয় কি না এই নিয়ে। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, মুস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালোই। কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাইও লেগেছে ৫টার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, সে কারণে কোন রিস্ক না নিয়ে তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।’

আর মাথায় এমন এক চোটের পর মুস্তাফিজের এই বিপিএলে খেলা উচিত হবে কি না এই প্রশ্নে সিনিয়র এই চিকিৎসক বলেন, ‘খেলতে না পারার কিছু নেই। তবে বিষয়টা যেহেতু মাথার চোট… এমনিতে সাধারণত সেলাই থাকলে তো আমরা ৪-৫ দিন (খেলতে) নিষেধ করি। সেটা এখন মূল বিষয় নয়। এখন মাথার চোটটা পার হলে সেটা দেখা যাবে। কনকাশনের ব্যাপারটা আগে ক্লিয়ার হোক, তারপর দেখব। আপাতত স্ক্যানটা ভালো, এটাই বড় কথা।’

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর