৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর ডেমরার কাপড়ের গোডাউনে লাগা আগুন। শুরু থেকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করলেও ক্রমেই বাড়ছে তীব্রতা। ফলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট বাড়ানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১০টি ইউনিট।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে এগারটার দিকে ভাঙ্গা প্রেস এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে আরও ৫টি ইউনিট যোগ দেয়। এ নিয়ে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
রাত সাড়ে ৪টায় সর্বেশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রেণে আসেনি। বরং ছড়িয়ে পড়েছে পুরো ভবনে। পানির উৎস কম থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এদিকে পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। সেইসঙ্গে কিছুক্ষণ পর পর জানালার কাচ বিস্ফোরিত হচ্ছে।