রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
19 C
Dhaka
Homeরাজনীতিছিন্নমূল মানুষদের মাঝে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সেহরি বিতরণ 

ছিন্নমূল মানুষদের মাঝে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সেহরি বিতরণ 

প্রকাশ: মার্চ ২২, ২০২৪ ৬:২০

পবিত্র রমজান মাসে ইফতার পার্টি না করে সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে অসহায় ছিন্নমূল দুস্থ মানুষদের মাঝে সেহেরি বিতরণের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।

শুক্রবার (২২ মার্চ) ১১ রমজান মাগফিরাতের প্রথম রজনীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি রিয়াজ মাহমুদের নেতৃত্বে মহানগরীর আদাবর, শেখেরটেক, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় ৫’শ মানুষের মাঝে এ সেহেরি বিতরণ করা হয়।

এ সময় রিয়াজ মাহমুদ বলেন, রমজানে দারিদ্র্য মানুষের সহায়তা করার মাধ্যমে একটি আত্মিক প্রশান্তি পাওয়া যায়। এ ছাড়া এ ধরনের কার্যক্রম দেখে অনেক মানুষ উৎসাহিত হয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াবে।

কিবরিয়া নামের এক সহায়হীন ব্যক্তি বলেন, ইচ্ছে থাকলেও সেহেরি করার সুযোগ অনেক সময় হয় না। অর্ধাহারে অনাহারে কখনও পানি খেয়েই রোজা রাখতে হয়। এভাবে সবাই যদি আমাদের পাশে এগিয়ে আসে তাহলে আমরা ভালোভাবে সেহরি খেয়ে রোজা রাখতে পারি।

তার এই উদ্যোগে খুশি অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর