শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeবাংলাদেশ৬৪টি জেলার ওপর দিয়েই বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

৬৪টি জেলার ওপর দিয়েই বয়ে যাচ্ছে তাপপ্রবাহ

প্রকাশ: মে ১৬, ২০২৪ ১১:৫৪

দেশের ৬৪টি জেলার ওপর দিয়েই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ (৩৬ ডিগ্রি থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত) বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।সংস্থাটি বলছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপপ্রবাহ পরিস্থিতি আগামীকালও অব্যাহত থাকতে পারে। তবে পরশু দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

পূবাভাসে বলা হয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩৯.০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে রাঙ্গামাটিতে ৩৮.৭, সৈয়দপুর ও ঈশ্বরদীতে ৩৮.৫, রাজশাহী ও রাজারহাটে ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর