শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
29 C
Dhaka
Homeপ্রযুক্তিমাত্র ১৪ হাজার টাকায় মিলবে স্মার্টফোন

মাত্র ১৪ হাজার টাকায় মিলবে স্মার্টফোন

প্রকাশ: মে ১৬, ২০২৪ ১১:৪২

বাংলাদেশে অফিসিয়ালি যাত্রা করেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। আর এই উপলক্ষে মাত্র ১৪ হাজার ৪৯৯ টাকায় স্মার্টফোন বিক্রির ঘোষণা দিয়েছে।

ওয়ানপ্লাসের সবচেয়ে দামি এই ফোনের মডেল এন২০ এসই। বাংলাদেশের বাজারে ফোনটি নতুন হলেও বিশ্ববাজারে এই মডেলটি সর্বপ্রথম আসে ২০২২ সালের শেষের দিকে।

এতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে। যার রেজুলেশন ৭২০ বাই ১৬১২ পিক্সেল।

সাশ্রয়ী দামের ফোন হলেও এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ৪ জিবি র‌্যামের এই ফোনে ৬৪ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যাবে।

আন্তর্জাতিক বাজারে সর্বপ্রথম এই ফোন যখন আসে তখন এতে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম ছিল।

ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। যা চার্জ দেওয়ার জন্য ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে ওয়ানপ্লাস। হ্যান্ডসেটটির নিরাপত্তার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বিশেষ বিশেষ ফিচার হিসেবে রয়েছে, ইউএসবি টাইপ সি কানেক্টিভিটি, জিপিএস, ওটিজি, ব্লুটুথ এবং ওয়াইফাইসহ নানা সুবিধা।

২২ মে থে‌কে ফোন‌টি বাংলা‌দে‌শে‌র বাজা‌রে পাওয়া যাবে।

এই ফোন ছাড়াও সম্পূর্ণ বাংলাদেশে তৈরি আরেকটি এন্ট্রি লেভেলের ফোন বিক্রির ঘোষণা দিয়েছে ওয়ানপ্লাস। যার মডেল নর্ড এন৩০ এসই।

ওয়ানপ্লাস নর্ড এন ৩০ ফো‌নে মিল‌বে ৪ জি‌বি র‌্যাম ও ১২৮ জি‌বি রম। এতে র‌য়ে‌ছে মি‌ডিয়া‌টেক ডায়‌মেন‌সি‌টি প্রসেসর, ৫০০০ এমএএইচ ব‌্যাটা‌রি এবং ৩৩ ওয়া‌টের সুপার‌ভুক ফ্ল‌্যাশ চা‌র্জিং প্রযু‌ক্তি। এই ফোনের দাম ১৬ হাজার টাকা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর