রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
20 C
Dhaka
Homeবাংলাদেশসকাল থেকে চলাচল করছে না মেট্রোরেল

সকাল থেকে চলাচল করছে না মেট্রোরেল

প্রকাশ: মে ২৭, ২০২৪ ১০:০১

বৈরী আবহাওয়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সোমবার (২৭ মে) সকাল থেকে চলাচল করছে না মেট্রোরেল।

গত শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সোয়া এক ঘণ্টা পর চলাচল শুরু হয়।

তবে সকাল থেকেই যাত্রীরা মেট্রোরেলের অপেক্ষায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষায় আছেন। হুট করেই ট্রেন বন্ধ হওয়ায় বিপাকে পড়েন অপেক্ষারত যাত্রীরা।

জাকির হোসেন নামের এক যাত্রী জনতা মেইলকে বলেন, অনেকক্ষণ ধরে মেট্রোরেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছি কিন্তু ট্রেনের কোনো খবর নাই। কখন চলাচল শুরু হবে তাও কেউ বলতে পারছেন না।

দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর