রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
21 C
Dhaka
Homeখেলাকাল থেকে শুরু হচ্ছে পাকিস্তান সফরের প্রস্তুতি

কাল থেকে শুরু হচ্ছে পাকিস্তান সফরের প্রস্তুতি

প্রকাশ: আগস্ট ৩, ২০২৪ ১২:০৫

পাকিস্তান সফরকে সামনে রেখে কাল থেকে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ক্রিকেটারদের শেষ মুহূর্তের প্রস্তুতি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা ছুটি কাটিয়ে আজ শুক্রবার ঢাকায় ফিরেছেন এই শ্রীলঙ্কান।

আজ রাতে ঢাকায় ফেরার কথা স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। আগামীকাল ফিরবেন সহকারী কোচ নিক পোথাস। পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও ব্যাটিং কোচ ডেভিড হেম্প ফিরেছেন আরও দুই সপ্তাহ আগে। দুজনই চট্টগ্রামে গত ৩১ জুলাই শেষ হওয়া প্রস্তুতি ক্যাম্পে ছিলেন।

মিরপুরে ব্যাট-বলের অনুশীলনের আগে আগামীকাল সকাল ছয়টায় ক্রিকেটারদের ফিটনেসের পরীক্ষা নেবেন জাতীয় দলের ট্রেনার ন্যাথান কিলি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে দৌড়ে এ পরীক্ষা দেবেন নাজমুলরা। ক্রিকেটারদের এই দৌড়কে বলা হয় ‘ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট’।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গত এপ্রিলেও কেলির অধীনে এ পরীক্ষা দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এ মাসে পাকিস্তান সফরের দুটিসহ আগামী ডিসেম্বর পর্যন্ত মোট আটটি টেস্টের ব্যস্ত সূচি। এর আগে ক্রিকেটারদের আরও একবার পরীক্ষা নিতে চান এই অস্ট্রেলীয় ট্রেনার। আধা ঘণ্টার ছোট্ট সেশন শেষে সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে নাজমুলদের।

সব ঠিক থাকলে দুই সপ্তাহের অনুশীলনের পর ১৭ আগস্ট পাকিস্তানের বিমান ধরবে বাংলাদেশ দল। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি, ৩০ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

জাতীয় দলের আগে ৬ আগস্ট বাংলাদেশ ‘এ’ দলও পাকিস্তান সফরে যাবে। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। টেস্ট সিরিজের প্রস্তুতি অংশ হিসেবে মুশফিকুর রহিম, মুমিনুল হকের মতো অভিজ্ঞরা খেলবেন ‘এ’ দলের হয়ে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর