বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
31 C
Dhaka
Homeখেলামাহমুদউল্লাহ রিয়াদ হাসপাতালে ভর্তি, দোয়া চাইলেন স্ত্রী

মাহমুদউল্লাহ রিয়াদ হাসপাতালে ভর্তি, দোয়া চাইলেন স্ত্রী

প্রকাশ: অক্টোবর ৩০, ২০২৫ ২:১৩

সদ্য শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ। আসন্ন বিপিএলের আগে চোট কাটিয়ে মাঠে ফেরার পথে ছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু এর মধ্যে ডেঙ্গু আক্রান্তহয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ।

গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে হাসপাতালে ভর্তি হন রিয়াদ।

এখনও হাসপাতালে থাকলেও মাহমুদউল্লাহর শারীরিক অবস্থার আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২-১ দিনের মধ্যেই বাড়িতে ফিরতে পারবেন সাবেক এই ক্রিকেটার।

এদিকে মাহমুদউল্লাহর জন্য দোয়া চেয়েছেন স্ত্রী জান্নাতুল কায়সার। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়ালু…তাকে তোমার প্রার্থনায় রেখো।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর