বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত পৌনে ১১টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।এ কে আজাদ বলেন, আমরা আশা করব ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনা হবে। যে সকল ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে; বিশেষ তদন্ত কমিটি ও বিশেষ আদালতের মাধ্যমে তার বিচারের ব্যবস্থা করবে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ব্যাংকগুলো ভেঙে পড়েছে। বাংলাদেশ ব্যাংকে কোনো নিয়ন্ত্রণ নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নেবে এই সরকার। এ ছাড়া প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতায় বিকেন্দ্রীকরণ করা দরকার বলেও জানান তিনি।
এ একে আজাদ আরও বলেন, এসব করার জন্য এই সরকারের যতটুকু সময় প্রয়োজন তা ছাত্রজনতা ও রাজনীতিবিদদের দেওয়া উচিত।