জনতার অধিকার,আমাদের অধিকার,আমাদের অধিকার দেশ হবে জনতার” বৈষম্য বিরাধেী ছাত্র জনতার গণঅভ্যুথানে ফ্যাসিস্ট সরকারের পতন ও গণঅধিকার পরিষদের সভাপতি, নুরুল হক নূর এর কারা মুক্তিতে ঝালকাঠিতে আনন্দ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শহরের কলেজ মোড় থেকে আনন্দ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে শেষ হয়।পরে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে গণঅধিকার পরিষদ।
সমাবেশে বক্তব্য রাখেন, যুবঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক, সৈয়দ রাসেল মুন, গণঅধিকার পরিষদ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুবঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক সজিব মাহমুদ।এসময় বক্তারা বলেন, আমারা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন ঘটিয়েছি।স্বৈরাচার শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেওয়া উচিত। কোন স্বৈরাচার বেশি দিন স্থায়ী হয় না। এখন যারা বিভিন্ন জায়গায় বাড়ি ঘর ভাংচুর লুটপাট করেছেন তাদের গণঅধিকার পরিষদ প্রতিহত করবে।