ঝালকাঠির রাজাপুরে অটো চালক জাহাঙ্গীর হাওলাদার (৫৫) কে হ ত্যার পর বস্তায় ভরে লাশ ডোবায় ফেলে অটো (ইজিবাইক) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে নিখোঁেজর ৪ দিন পর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ফুলহার গ্রামের ফজলু হাওলাদার বাড়ির সামনের ডোবা থেকে তার রশি দিয়ে হাত-পা বাধা বস্তাবন্দী অবস্থায় তার লা শ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
তিনি উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকার মৃ ত জিন্নাত আলী হাওলাদার ছেলে। বস্তা বন্দী অবস্থায় গন্ধ ছড়িয়ে পরলে এলাকাবাসী পুলিশ খবর দেয়। নিহ-তের স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর বস্তায় ভরে লা শ ডোবায় ফেলে তার অটো ছিনতাই করে হত্যাকারীরা। তবে পুলিশ এ ঘটনার রহস্য উদযাটন বা জড়িতদের গ্রেফতার করতে পারেনি। নিহতের বড় ছেলে মারুফ হাওলাদার জানান, তার বাবা জাহাঙ্গীর হাওলাদার পেশায় একজন ইজিবাইক চালক। গত ১ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির করেও তার কোন সন্ধান না পেয়ে এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়েরী করে তারা।
৪সেপ্টেম্বর রাতে ফুলহার ফজলু হাওলাদার বাড়ির সামনে ডোবা থেকে বস্তাবন্দী একই রশি দিয়ে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করা হয় তাকে। তাকে পরিকরিল্পিতভাবে হত্যার করে অটো ছিনতাই করেছে হত্যাকারীরা।
এ ঘটনারসুষ্টু তদন্তের মাধ্যমে এমন নির্মম হত্যাকারীদের দ্রত গ্রেফতার পূর্বক বিচার দাবি করে নিহতের স্বজনরা। এলাকায় ভাল মানুষ হিসেবে পরিচিতঅটো চালকে জাহাঙ্গীর হাওলাদারের এমন হৃদয়বিদারক মৃত্যুতে ক্ষোভ ও শোকবিরাজ করছে।
এমন পৈশাচিক ও নির্মম হত্যা কান্ডের সাথে জড়িতদের দ্রত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। হত্যার বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার দুপুরে রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, তার মাথায় আঘাতের চিহ্ন আছে। তাকে হত্যা করে বস্তায় ভরে ডোবায় ফেলে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলেও জানায় পুলিশ। এ ঘটনায় অপ-মৃত্যুর মামলা রেকর্ড করে লাশ ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। পুলিশের সাথে পরিবারের লোকজনও মর দেহ নিয়ে ময়নাতদন্তে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে গেছে। তারা আসলে এ ঘটনায় হত্যা মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে।