রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
20 C
Dhaka
Homeবাংলাদেশঅবৈধ বিদেশিদের প্রতি কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

অবৈধ বিদেশিদের প্রতি কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশ: ডিসেম্বর ৮, ২০২৪ ৪:০১

অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৮ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেয়া হবে না। এটি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। কতজন বিদেশি আছেন, কোন কোন দেশের বিদেশিরা আছেন সেই তালিকা পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে তারা কত দিন পর্যন্ত এ দেশে থাকতে পারবেন।

সীমান্ত এলাকা পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাশত করা হবে না।

ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হবে।

এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো ধরনের আতশবাজি পোড়ানো এবং ফানুস ওড়ানো যাবে না। এ ছাড়া থার্টি ফার্স্ট নাইটে ইয়াং জেনারেশন একটু পানি টানি খায়, প্রকাশ্যে ওইটা করা যাবে না।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর