শুক্রবার, মার্চ ২১, ২০২৫
শুক্রবার, মার্চ ২১, ২০২৫
24 C
Dhaka
Homeবাংলাদেশডিসির অপেক্ষায় শীতে দাঁড় করিয়ে রাখা হয় শিক্ষার্থীদের

ডিসির অপেক্ষায় শীতে দাঁড় করিয়ে রাখা হয় শিক্ষার্থীদের

প্রকাশ: জানুয়ারি ৬, ২০২৫ ১:৩৫

যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে যথাসময়ে প্রধান অতিথি আসেননি, তাই কনকনে শীতে শুধুমাত্র জার্সি পরে অপেক্ষা করতে হয়েছে টুর্নামেন্টে আসা শতাধিক শিশু শিক্ষার্থীকে। এ নিয়ে শিক্ষক-অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।জানা গেছে, রোববার সকাল ১০টায় উদ্বোধনের কথা থাকলেও প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ভেন্যুতে পৌঁছান সকাল ১১টা ২০মিনিটে। এ সময় তিনি অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। আর উদ্বোধনের নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের নিয়ে আসা হয় ভেন্যুতে। ফলে সকাল থেকে তীব্র কুয়াশা আর শীতের ভেতর হাফপ্যান্ট ও টিশার্ট পরে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের জবুথুবু অবস্থার সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, যশোরের আট উপজেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থী নিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) সদরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হওয়ার কথা ছিল। খেলা শুরু হওয়ার দুই ঘণ্টা আগে বাসে করে শিক্ষার্থীরা খেলার মাঠে উপস্থিত হন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দায়িত্বর কর্মকর্তারা শিক্ষার্থীদের তাদের খেলাধুলার পোশাক পরে মাঠে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশনা দেন। এরপর শিক্ষার্থীরা তাদের জার্সি পরে দাঁড়িয়ে যায়।

শিক্ষার্থীরা জানায়, খুব ভোরে বাসে উঠেছি। ৮টার দিকে মাঠে পৌঁছাই। উপজেলার জার্সি পড়ে দাঁড়িয়ে ছিলাম। মাইকে কিছুক্ষণ পরপর স্যাররা বলছেন, আর একটু পরেই ডিসি স্যার আসবেন, তিনি এসে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। কিন্তু সেই সময় আর আসেননি। খুব কুয়াশা আর শীত ছিল।

খেলার মাঠে উপস্থিত এক শিক্ষক নাম না প্রকাশের শর্তে বলেন, শীতে শিশুরা কাবু হয়ে পড়েছে। ১০টায় উদ্বোধন হবে বলে ৮টায় এসেছি। কিন্তু যথারীতি সময়ে খেলার শুরু হয়নি। প্রায় দুই ঘণ্টার বেশি সময় শীতে কষ্ট পেয়েছে বাচ্চারা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, শীত উপেক্ষা করে সকাল থেকেই শিক্ষার্থীরা মাঠে এসেছে। তবে শীত ও কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। এজন্য নির্ধারিত সময়ে উদ্বোধন সম্ভব হয়নি। আর মাঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার বিষয়টিও সঠিক নয়।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর