চট্টগ্রাম-হাটহাজারী- ফটিকছড়ি মহাসড়কের বিভিন্নস্থানে সৃষ্ট নিত্য যানজট নিরসনে হাটহাজারী উপজেলা
প্রশাসন কর্তৃক বড়দিঘীর পাড়, চৌধুরীরহাট ও হাটহাজারী বাসস্ট্যান্ডে বাস, অটো, সিএনজির যাত্রী উঠানামার জায়গা নির্ধারণ করে ফেস্টুন দেয়া হয়েছে।
বিভিন্ন অস্থায়ী স্থাপনা সরানো হয়েছে। চৌরাস্তার ঝুঁকিপূর্ণ সড়ক বন্ধ করে ইউটার্ণ ব্যবহার করতে নির্দেশনা দেয়া হয়েছে। মানুষ হাটাচলার প্রয়োজনে পথ রাখা হয়েছে।
৫ ডিসেম্বর সোমবার বিভিন্ন নির্দেশনা দিয়ে সড়কের বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে, সড়ক দখল এবং অবৈধস্থানে পার্কিং করায় মোট ১৫টি মামলায় ৪৫,০০০/ টাকা জরিমানাও আদায় করা হয়েছে। দেশের সচেতন নাগরিকদের আইনানুগ নির্দেশনা মেনে চলে, প্রশাসনকে সহযোগিতা করারও অনুরোধ জানানো হয়েছে।


