রবিবার, মার্চ ১৬, ২০২৫
রবিবার, মার্চ ১৬, ২০২৫
32 C
Dhaka
Homeবাংলাদেশটঙ্গিবাড়ীতে লুট হওয়া অস্ত্র উদ্বার

টঙ্গিবাড়ীতে লুট হওয়া অস্ত্র উদ্বার

প্রকাশ: ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৬:৪৩

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাঁশবাড়ি এলাকা হতে থানার লুট হওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) সকাল নয়টার দিকে ওই গ্রামের আতাউর রহমান এর নির্মাণাধীন ভবনের নিচ হতে পরিত্যক্ত অবস্থায় ওই রাইফেল উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়নের, বাশবাড়ী গ্রামের আতাউর রহমার বেপারীর নির্মানাধীন ২য় তলা বিল্ডিং এর নিচ তলার দক্ষিন পশ্চিম পাশের খোলা টয়লেটের ভিতর হতে রাইফেলটি উদ্ধার করা হয়েছে।

দেশ ব্যাপি চলামান অপারেশন ডেবিল হান্ট এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে থানা থেকে লুট হওয়া একটি সক্রিয় চায়না রাইফেল যাহার বডি নং A-03703, বাট নং- ১৫, RC, 03703 উদ্ধার করা হয়।এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা পুলিশের উপ পরিদর্শক শাহ আলী বলেন ডেবিল হান্ট অপারেশন অংশ হিসেবে অভিযান চালিয়ে থানা হতে লুট হওয়া একটি সক্রিয় চাইনিজ রাইফেল উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ আরো জানায় গত ৫ আগস্ট টঙ্গীবাড়ি থানায় হামলা ও লুটপাটের সময় এই অস্ত্রটি খোয়া গিয়েছিল।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর