রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
27 C
Dhaka
Homeবাংলাদেশফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি প্রয়াত সৈয়দ মুহাম্মদ মাসুদ স্মরণে শোকসভা

ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি প্রয়াত সৈয়দ মুহাম্মদ মাসুদ স্মরণে শোকসভা

আপডেট: আগস্ট ১১, ২০২৫ ১২:৩৬
প্রকাশ: আগস্ট ১১, ২০২৫ ১২:৩১

ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি, শিক্ষাবিদ ও সমাজসেবক প্রয়াত সৈয়দ মুহাম্মদ মাসুদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুলাই) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম মোর্শেদ মুন্না এবং যুগ্ন সম্পাদক নাসির উদ্দীন ও সহ সম্পাদক সাইফুর রহমান সোহানের সঞ্চালনায় শোকসভায় স্মৃতিচারণ করেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর নাজিম উদ্দীন ইমু, অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুছ, এডভোকেট মোঃ ইসমাঈল গণি, বিবিরহাট ও নাজিরহাট বাজার সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস ও নাসির উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা মনসুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, আজিজ উল্লাহ, সরওয়ার মফিজ, আল্লামা শাহজাহান ইসলামাবাদী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী, স্থায়ী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ, দৌলত শওকত, সহ-সভাপতি এমরান ফরহাদ, অর্থ সম্পাদক আলমগীর নিশান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজসেবা সম্পাদক আহমেদ এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তাফা কামরুল, পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিম, কার্যনির্বাহী সদস্য কামাল উদ্দিন চৌধুরী, কাউসার শিকদার, স্থায়ী সদস্য এম জুনায়েদ,
প্রবাসী সদস্য কামাল পারভেজ অভি, সহযোগী সদস্য মোহাম্মদ তারেক, আজিজ, মো রায়হান ও অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, সৈয়দ মুহাম্মদ মাসুদ শুধু একজন সাংবাদিক নন, তিনি ছিলেন প্রকৃত শিক্ষাবিদ, সংগঠক ও সমাজসেবক। তাঁর লেখনীর মাধ্যমে ফটিকছড়িবাসীর জন্য অমূল্য অবদান রেখে গেছেন তিনি। বহু শিক্ষার্থীকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন।

অনুষ্ঠানের শেষে মরহুম সৈয়দ মাসুদের রুহের মাগফেরাত ও পরিবারের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর