ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমিতে বক্তব্যের ফাঁকে এমন তথ্য জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান। দ্য নিউজের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চলার বিষয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমকে হাইকমিশনার ইকবাল হুসেইন খান বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
ভারতের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট পরিচালিত হবে কি না, এমন প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, যেমনটা ভারতীয় প্লেন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে। বিমানের ফ্লাইটও তেমনিভাবে ভারতের ওপর দিয়ে উড়বে।
তবে পাকিস্তানের ওপর ভারত তাদের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে রাখায় দেশটির কোনো বিমান সংস্থা এখনই ঢাকায় ফ্লাইট পরিচালনা করতে পারবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।


