বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
22 C
Dhaka
Homeবাংলাদেশআজ কোথায় কী?

আজ কোথায় কী?

প্রকাশ: ডিসেম্বর ১২, ২০২৫ ৮:৩৫

রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।

শুক্রবার (১২ ডিসেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আলু উৎসব ২০২৫- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

জামায়াত আমিরের কর্মসূচি

মনিপুর উচ্চ বিদ্যালয়, ইব্রাহিমপুর শাখায় সকাল সাড়ে ৮টায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এরপর সকাল সাড়ে ৯টায় মিরপুর ১- এর ঈদগাহ মাঠে ঢাকা-১৪ আসনের গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।

তারেক রহমানের কর্মসূচি

সকাল ১০টায় খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দুদুর কর্মসূচি

সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

নাহিদ ইসলামের কর্মসূচি

গণস্বাস্থ্য নগর হাসপাতাল অডিটোরিয়ামে বিকেল সাড়ে ৫টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর