নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা চ্যালেঞ্জ রয়েছে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবো।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অতীতেও নানা চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছি। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনেও অনেক প্রতিবন্ধকতা ছিল। সেসব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে জনগণের অংশগ্রহণে একটি সফল ও স্বচ্ছ নির্বাচন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সক্ষম হবো।
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ। তিনি বিচক্ষণতার সঙ্গেই মন্ত্রিপরিষদ সাজিয়েছেন। মন্ত্রিপরিষদ অবশ্যই চমৎকার হয়েছে।
তিনি বলেন, অতীতে প্রধানমন্ত্রী যখন যে দায়িত্ব আমাকে দিয়েছেন সেটিই আমি নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছি। আগামীতেও নিষ্ঠা, একাগ্রতা দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালনের প্রচেষ্টা চালিয়ে যাবো।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে, পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ হাসিনা। শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
এর আগে, বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।