রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
21 C
Dhaka
Homeবাংলাদেশসরকারি দলের হুইপ হচ্ছেন মাশরাফি

সরকারি দলের হুইপ হচ্ছেন মাশরাফি

প্রকাশ: জানুয়ারি ২৩, ২০২৪ ১২:২৩

দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ হচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ দলীয় এমপি মাশরাফি বিন মুর্তজা। সোমবার (২২ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিয়োগ দেওয়া হবে, পরে সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন ক্ষমতাসীন দল থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন। এছাড়া বর্তমান সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।

নতুন মুখ হিসেবে মাশরাফি ছাড়া আরও আছেন নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২) এবং সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩)।

উল্লেখ্য, চিফ হুইপ হলেন সংসদে সরকারি দলের মুখপাত্র। তার সঙ্গে সংসদ সদস্যদের মধ্য থেকে আরও কয়েকজন হুইপ থাকেন। তাদের প্রধান কাজ সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা, নিজ দলের এমপিদের সংসদে নিয়মিত হাজির করার ব্যবস্থা করা, সংসদে কোনও বিল উঠলে দলীয় সব সদস্য যেন দলের পক্ষে ভোট দেন তা নিশ্চিত করা ইত্যাদি। চিফ হুইপ পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন, আর হুইপরা প্রতিমন্ত্রীর পদমর্যাদা পান।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর