শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
28 C
Dhaka
Homeবাংলাদেশসংসদের প্রথম অধিবেশন মিস করলেন সাকিব ও মাশরাফী 

সংসদের প্রথম অধিবেশন মিস করলেন সাকিব ও মাশরাফী 

আপডেট: জানুয়ারি ৩০, ২০২৪ ৯:১৪
প্রকাশ: জানুয়ারি ৩০, ২০২৪ ৯:০৩

মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান চলমান বিপিএলের ম্যাচ খেলতে সিলেটে রয়েছে। তাই এই দুই সংসদ সদস্য সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত হয়ে পারেনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সাকিব ও মাশরাফী নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ৩টা থেকে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এ সময় কুমিল্লার বিপক্ষে ২২ গজে লড়াই করছিলেন সাকিব। অন্যদিকে সন্ধ্যার ম্যাচে মাঠে নেমেছে মাশরাফী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ও রংপুর। এই ম্যাচে সাকিবকে মাঠে দেখা যায়। ব্যাট হাতে না নামলেও, বল হাতে খরুচে ছিলেন সাকিব। ৪ ওভারে ৪১ রান খরচায় অবশ্য একটি উইকেটও পেয়েছেন। তবে ৮ রানের জয়ে মাঠ ছেড়েছে সাকিবের দল।

সন্ধ্যায় দিনের অপর ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মাশরাফীর সিলেট। প্রতিটি ম্যাচেই সিলেটের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এই টাইগার অধিনায়ক। অধিনায়কের দায়িত্বে থাকায় শেষ পর্যন্ত আর প্রথম অধিবেশনে যোগ দেয়া হয়নি ম্যাশের।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর