চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ধরা পড়েছে বড় একটি স্বর্ণের চালান। বিমানবন্দরে ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১১ ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে জব্দ করা হয়েছে ৬৪ পিস স্বর্ণের বার। শুক্রবার রাত ৯টার দিকে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে বলে জানা যায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন বলেন, ওমান এয়ারের ফ্লাইটে করে একজন যাত্রী স্বর্ণের চালান নিয়ে আসছেন- এমন গোপন সংবাদ ছিল কাস্টমস ও শুল্ক গোয়েন্দাদেন কাছে। কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বিমানবন্দরের ভেতর থেকে ৬৪ পিস স্বর্ণের বার উদ্ধার করে করেছে। যার ওজন প্রায় সাড়ে সাত কেজি।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, রাত ৯টায় অবতরণ করা ওমান এয়ারের ফ্লাইটে একটি আসনের নিচে সোনার বারগুলো রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে বারগুলো উদ্ধার করা হয়। সন্দেহভাজন এক যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।