শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪
30 C
Dhaka
Homeবাংলাদেশসর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয়ের রয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়

সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয়ের রয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ: জুন ৬, ২০২৪ ১০:২২

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রস্তাবিত বাজেটে ১০টি সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্তির মন্ত্রণালয়ের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয় রয়েছে। এর একমাত্র কারণ নদীর প্রবাহ ধরে রাখতে হবে, নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখতে হবে। নদীর প্রবাহ রক্ষ করা, নদীকে ধরে রাখা আমাদের দায়িত্ব

প্রতিটি নদী রক্ষা করব, এটা আমাদের বড় চ্যালেঞ্জ। নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করব।

বৃহস্পতিবার (৬ জুন) ইস্কাটনস্থ বিয়াম ফাউন্ডেশনে বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি রকিবুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম আরিফ উদ্দিন এবং বিআইডব্লিউটিএ’র সিবিএ’র সভাপতি আবুল হোসেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর