রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
28 C
Dhaka
Homeবাংলাদেশঈদুল আজহার দিন বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

ঈদুল আজহার দিন বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস

প্রকাশ: জুন ১৪, ২০২৪ ৪:২৫

আর মাত্র তিন দিন। এরপরই পবিত্র ঈদুল আজহা। কোরবানির এই ঈদ ঘিরে মুসলমানদের আগ্রহের শেষ নেই। মাঠে নামাজ শেষ করেই শুরু হয় পশু কোরবানির পালা। দিনভর এটা নিয়েই ব্যস্ত সময় পার করে সবাই।

গত এক সপ্তাহের বেশি সময় থেকে সারাদেশে বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। সে অনুযায়ী ঈদের দিনও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এমন একটি দিনে যদি বৃষ্টি হয় তবে কোরবানির পশু নিয়ে বিপাকে পড়তে হয়। এবার দেশের বিভিন্ন অঞ্চলে এমনি ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়াবিদ বলছে, কয়েকদিন ধরে সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। এভাবে চলতে থাকলে ঈদের দিনও তেমনি হতে পারে। তবে অঞ্চল ভেদে বৃষ্টির পরিমাণ কমবেশি হতে পারে।

বলা হয়েছে, ঈদের দিন রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

অপরদিকে রাজশাহী খুলনা ও বরিশালে খুবই সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস।

ঈদের দিন তাপমাত্রা নিয়ে বলা হয়েছে, যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম সে জায়গায় তাপপ্রবাহ থাকবে। সে অনুযায়ী খুলনা, বরিশাল, রাজশাহীতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় রয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর