শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
20 C
Dhaka
Homeবাংলাদেশবঙ্গবন্ধু সেতুতে ১৩ কিলোমিটার যানজট

বঙ্গবন্ধু সেতুতে ১৩ কিলোমিটার যানজট

প্রকাশ: জুন ২৩, ২০২৪ ১২:৪৯

উত্তরের পথে ১৩ কিলোমিটার যানজট হয়েছে।

রোববার (২৩ জুন) বেলা ১১টা থেকে বঙ্গবন্ধু সেতু হতে এলেঙ্গা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়।

এদিকে ঢাকাগামী রোড স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁ‌ড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান।

তিনি জানান, যানবাহনের অতিরিক্ত চাপ এবং চালকদের এলোমেলো গাড়ি চালানোর কারণে উত্তরের পথে এই যানজট সৃষ্টি হয়। তবে আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

এলেঙ্গার স্থানীয়রা এবং পুলিশ জানান, গত শুক্রবার থেকেই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকে। এ ছাড়াও যানবাহনকে মাঝে-মধ্যেই ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়‌ক দি‌য়ে ঘু‌রি‌য়ে দেওয়া হয়।

স্থানীয়রা আরও বলেন, একসময় ঢাকাগামী রোড যানজট হয় আবার উত্তরের রোডেও যানজট হয়। এবারের মত যানবাহনের চাপ গত ঈদেও হয়েছে বলে মনে হয়নি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর