বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় নাটোরে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপি অবস্থান কর্মসূচির আয়োজন করে।রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ২০০৮ সালে আমি নির্বাচিত হয়েও ক্ষমতায় যেতে পারিনি। সেটা ছিল ষড়যন্ত্র। ২০১৮ সালে নির্বাচন হয়নি। আর ২০২৪ সালে ডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে। এভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না।
বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের নামে তারা হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। অবিলম্বে তিনি আটক সব নেতাকর্মীর মুক্তি ও তাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।
দুলু আরও বলেন নাটোরের মাটিতে তার আমলে কোনো সন্ত্রাস চাঁদাবাজি হয়নি। এখনো তিনি নাটোরের মাটিতে কোনো হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজি হতে দিবেন না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলমসহ অন্য নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন নাটোরের মাটিতে আওয়ামী লীগকে কোথাও কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। এ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীকে যেখানে দেখা যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে। কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।