রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
16 C
Dhaka
Homeবাংলাদেশগ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১:৫৯
প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১:৩৮

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে শুক্রাবাদ বাজার এলাকার এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম।দগ্ধরা হলেন- মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী মোছা. নিপা আক্তার (৩০) ও তাদের ছেলে মো. বায়জিদ (৩)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, তিন বছরের শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। জানতে পেরেছি গ্যাস লিকেজ থেকে এ আগুনের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে টোটনের শরীরের ৫০ শতাংশ, নিপার ৩২ শতাংশ ও শিশু বায়জিদের ৪৫ শতাংশ দগ্ধ হয়।

দগ্ধ মোহাম্মদ টোটন জানান, ভোররাতে ছেলের জন্য পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে আমরা তিনজন দগ্ধ হই। এরপর প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর