সোমবার, জুলাই ১৪, ২০২৫
সোমবার, জুলাই ১৪, ২০২৫
26.2 C
Dhaka
Homeজেলার খবরঅপহরণের পর ১২ বছরের শিশুকে হত্যা, আসামী গ্রেফতার

অপহরণের পর ১২ বছরের শিশুকে হত্যা, আসামী গ্রেফতার

প্রকাশ: জুলাই ১৩, ২০২৫ ৫:১০

গত ১০/০৭/২০২৫ ইং তারিখে বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকার সময় ভিকটিম মোঃ জীবন (১২)-কে শিল্পাঞ্চল আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে অপহরণ করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ রব্বানী (১৯), পিতা-মিলন মোল্লা, সাং-ছুতিপুর, থানা-মান্দা, জেলা-নওগাঁ অপহরণ করে এবং তাহার হেফাজতে রেখে ভিকটিমের পিতা- মোঃ মজিবর শেখের এর নিকট মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ দাবি করে।

এ বিষয়ে ভিকটিমের পিতা ১১/০৭/২০২৫ইং তারিখে রাত প্রায় ১১ ঘটিকায় আশুলিয়া থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে আশুলিয়া থানার একটি মামলা রুজু হয়।

মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপাঃ) ও অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল এর নেতৃত্বে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ সাহেবের সমন্বয়ে আশুলিয়া থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির ব্যবহার ও গুপ্তচর নিয়োগ করিয়া ও বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণের ঘটনায় সরাসরি জড়িত আসামী মোঃ রব্বানী (১৯)-কে গ্রেফতার করা হয়।

আসামীর হেফাজত হতে ঘটনায় ব্যবহৃত একটি ধারালো চাকু, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে সে মাদক সেবন করাকে কেন্দ্র করে উক্ত ভিকটিম জীবনকে অপহরণ করতঃ গলা কেটে খুন করার ঘটনা স্বীকার করে এবং ভিকটিমের লাশ কাঠগড়া গলাকাটা মোড় নামক স্থানে একটি জঙ্গলে ফেলে রেখেছে বলে জানায়। পরবর্তীতে তাহার দেখানো ও ভিকটিমের পরিবারের সনাক্ত মতে লাশ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট প্রস্তত করতঃ ময়না তদন্তের জন্য শহীদ সহরাওয়ারদী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর